আগরতলা: ত্রিপুরায় ফের খুনের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এবার নৃশংসতার শিকার হলেন এক বিজেপি নেতা। এই খুনের ঘটনাকে কেন্দ্র উত্তর জেলার কাঞ্চনপুরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বিজেপি সূত্রে জানা গেছে, কাঞ্চনপুরের বিজেপি নেতা সুনীল দেবকে গতকাল মাঝরাতে তাঁর বাড়ির কাছাকাছি এলাকায় খুন করা হয়েছে। সূত্রটি জানিয়েছে, ঘটনার খবর পেয়ে রাজধানী আগরতলা থেকে বিজেপি-র নেতারা প্রত্যন্ত ও দূরবর্তী ওই এলাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
তবে বিজেপি-র প্রদেশ কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রদেশ দফতরে যে খবর এসেছে সে অনুযায়ী মাঝরাতে তাঁর বাড়ির কাছে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। আজ দুপুরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় বিজেপি নেতা সুনীল দেব সে সময় পার্টি অফিসের কাজ সেরে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় বিজেপি-র নেতারা যে তথ্য প্রদেশ কার্যালয়ে পাঠিয়েছেন সে অনুযায়ী কতিপয় সিপিআইএম ক্যাডার তাঁকে গত বেশ কয়েকদিন যাবত তাঁকে দল ছাড়ে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছিল। কিন্তু তিনি বিজেপি ছাড়তে রাজি হননি। এ নিয়ে গত বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। শেষ পর্যন্ত তাঁকে বিজেপি থেকে সরাতে না পেরে কুপিয়ে খুন করা হয়েছে। তিন সিপিআইএম ক্যাডারকে প্রধান অভিযুক্ত বলে মনে করছে বিজেপি।