সিউড়ি: বীরভূমে জেলা জুড়ে অকাল রাখীবন্ধন পালন করল জেলা বিজেপি| সোমবার বীরভূমে জেলা জুড়ে অকাল রাখীবন্ধন পালন করল জেলা বিজেপির যুব মোর্চা |
বীরভূমে জেলা জুড়ে অকাল রাখীবন্ধন পালন করল জেলা বিজেপি| সোমবার বীরভূমে জেলা জুড়ে অকাল রাখীবন্ধন পালন করল জেলা বিজেপির যুব মোর্চা | কর্মসূচি থেকে আওয়াজ উঠল- ‘‘তৃণমূল হঠাৎ, বাংলা বাঁচাও৷’’ জনতার তরফ থেকেও সাড়া মিলল ভালোই৷ কেউ গাড়ি থামিয়ে, কেউ বা রিকশা থেকে নেমে বাড়িয়ে দিলেন হাত, পড়লেন রাখী৷
দলের বিজেপির জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়- অনুব্রত মণ্ডলদের জমানায় রাজ্যের মহিলাদের কোনও সুরক্ষা নেই৷ প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও মহিলারা ধর্ষিতা হচ্ছেন৷ তৃণমূলের আমলে নারী নির্যাতনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে৷ তাই এই অকাল রাখীবন্ধন কর্মসূচি৷’’
এই কর্মসূচির সঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোটের কোনও সম্পর্ক নেই বলে কালোসোনাবাবু দাবি করলেও রাজনৈতিক বিশেষঞ্জদের মতে, বাম জমানায় যেভাবে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে তিল তিল করে জনমানসের ক্ষোভকে একত্রিত করেছিলেন মুকুল রায়, ঠিক একই কায়দায় ‘মা-মাটি-মানুষের’ বিরুদ্ধে মানুষের জমতে থাকা ক্ষোভকে আগামী পঞ্চায়েতের ভোট বাক্স পর্যন্ত নিয়ে যেতে মরিয়া মুকুল সংগঠনকে নিবিড় জনসংযোগ কর্মসূচিতে নামিয়ে দিলেন সময় থাকতেই৷
যদিও বিজেপির এই কর্মসূচিকে কোনও গুরুত্বই দিতে নারাজ শাসকদলের দাপুটে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তাঁর কথায়, ‘‘ওরা মরসুমি পাখি৷ ভোটের আগে আসে৷ তবে জেনে রাখুন, আমার জেলার মানুষ আমার সঙ্গেই আছেন৷ এখানে বিজেপি কোনও এন্ট্রি পাবে না৷’’